শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নাটোরের প্রবীণ সাংবাদিক নবীউর রহমান মারা গেছেন 

নাটোরের প্রবীণ সাংবাদিক নবীউর রহমান মারা গেছেন 
নাটোর প্রতিনিধি  : ২১ শে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মঙ্গলবার(৬ মে) সকাল ১০টায় রাজধানীর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত নবীউর রহমানের ভাগনির স্বামী সামিউল ইসলাম সামি। তিনি জানান, মামা আজ সকাল ১০টায় বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বোনম্যারো সংক্রান্ত জটিলতা ছিল তার। মামা ৪ ভাইয়ের মাঝে সবার বড় ছিলেন। বাড়িতে তার স্ত্রী রয়েছেন। তার কোনো সন্তান নেই। আমরাই  ছিলাম তার সন্তানের মতো। আজই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ১৯৫৭ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তিনি নাটোর আলাইপুর মহল্লার প্রয়াত পিতা খন্দকার রশীদুর রহমানের প্রথম সন্তান ছিলেন। ১১ ভাই বোনের মধ্যে নবীউর রহমান পিপলু সবার বড়। নিঃসন্তান পিপলু মৃত্যুকালে স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮৪ সালে দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন।
প্রয়াত এই সাংবাদিক নাটোর জেলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। স্থানীয়, সাপ্তাহিক পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাটোর জেলার একমাত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু।
আগামীকাল বুধবার সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ কাচারী মাঠে গার্ড অফ অনার রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নাটোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও শোক বার্তা দিয়েছেন।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতে ইসলামীর আমির ডক্টর মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , ক্লিনিক মালিক অনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা আতিকুল ইসলাম রাসেল ও আবদুল আউয়াল রাজা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। তারা বলেন, জনাব পিপলুর মৃত্যুতে নাটোরবাসী শুধু একজন বীর মুক্তিযোদ্ধাকেই হারালো না একজন একনিষ্ঠ সংবাদ কর্মীকেও হারালো। এই অপূরণীয় ক্ষতি নাটোরবাসী দীর্ঘদিন মনে রাখবে। তারা তার পরিবারের প্রতিও সমবেদনা জানান।#
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS