ঘোড়াঘাটে জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে র্যালী
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রমানের কর্মী সম্মেলনে আগমন উপলক্ষ্যে জামায়াতের র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঘোড়াঘাট বাস টার্মিনাল চার মাথা মোড় এলাকা থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঘোড়াঘাট বাস টার্মিনাল চার মাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা অনুষ্ঠানটি ঘোড়াঘাট পৌর আমীর আসিনূল ইসলাম সেলিমের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বলেন, আগামী ২৫ শে জানুয়ারী গোর-এ-শহীদ ময়দান (বড় মাঠ) দিনাজপুর বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে দিনাজপুরে কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে সফল করতে ঘোড়াঘাটে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল ইমরান, পৌর সেক্রেটারি এবাদুর রহমান, যুব বিভাগের গোলাম রব্বানী, রাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কর্মী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।