শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়ায় যৌথবাহিনীর অভিযানে  কালাম বাহিনীর ৪জন সদস্য গ্রেফতার।।

দুপচাঁচিয়ায় যৌথবাহিনীর অভিযানে কালাম বাহিনীর ৪জন সদস্য গ্রেফতার।।

১৭ Views

স্টাফ রিপোর্টার বগুড়াঃ

সোমবার সন্ধ্যা ৬টা দিকে যৌথবাহিনীর অভিযানে দুঁপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী ও বিদেশি অস্ত্রসহ কালাম বাহিনীর সদস্য আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন ও বাবলু ওরফে বাবুলকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে ।

যৌথবাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন জিহানের নেতৃত্বে ৪টি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা ও আবুল কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।

জানা যায়, আবুল কালাম ও তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল। ওই বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুট, মাদক চোরাচালান, গুম, হত্যা- খুনসহ বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে এলাকাবাসীরর ক্ষতি করে আসছিলো।

পুলিশের তথ্যমতে, আবুল কালাম চলমান ২৭টি মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জনের নামে একাধিক মামলা চলমান রয়েছে। তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দুঁপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This