স্টাফ রিপোর্টার বগুড়াঃ
সোমবার সন্ধ্যা ৬টা দিকে যৌথবাহিনীর অভিযানে দুঁপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশী ও বিদেশি অস্ত্রসহ কালাম বাহিনীর সদস্য আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন ও বাবলু ওরফে বাবুলকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে ।
যৌথবাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন জিহানের নেতৃত্বে ৪টি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোড়া, ১টি রামদা, ২টি লম্বা দা ও আবুল কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের জিনিসপত্র জব্দ করা হয়।
জানা যায়, আবুল কালাম ও তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল। ওই বাহিনীর সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুট, মাদক চোরাচালান, গুম, হত্যা- খুনসহ বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে এলাকাবাসীরর ক্ষতি করে আসছিলো।
পুলিশের তথ্যমতে, আবুল কালাম চলমান ২৭টি মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জনের নামে একাধিক মামলা চলমান রয়েছে। তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দুঁপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।