
নাটোরে বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ইসাহাক আলী, নাটোর, ২৩ জুলাই-নাটোরে বড়াইগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শরিফুল হক মুক্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।
১৮ বার ভিউ হয়েছে