বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় মাদক ব্যবসায়ী শামীম আটক

ভোলায় মাদক ব্যবসায়ী শামীম আটক

৮৩ Views

ভোলা প্রতিনিধি ; ভোলার আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ শামীমকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দারা (ডিবি)। বুধবার (৬ নভেন্বর) রাত সোয়া ৭টার সময় আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিলন মাষ্টার বাড়ীর পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।
ডিবির এসআই মোঃআসাদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে, অফিসার ইনচার্জের (ডিবি) নিদের্শে,সংগীয় ফোর্স নিয়ে সদর উপজেলার আলীনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ১নং ওয়ার্ডের ছিফলী গ্রামের মিলন মাষ্টারের বাড়ির পাশে রাস্তার উপর থেকে আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ শামীম (২৫) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। সে ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Share This