বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালাইয়ে দুর্ধর্ষ ডাকাতি গরু ও নগদ টাকাসহ বাড়ির মালামাল লুট,আহত-৬

কালাইয়ে দুর্ধর্ষ ডাকাতি গরু ও নগদ টাকাসহ বাড়ির মালামাল লুট,আহত-৬

৯৭ Views

রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শক্রবার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ির ৬ সদস্যকে মারপিট করে ৪টি বিদেশি জাতের গরু, ২ ভরি স্বর্ণালঙ্কার, চাল ও নগদ অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল ডাকাত দল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডাকাতদের হামলায় আহতরা হলেন গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫), কছিমুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৬০), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১), ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৭), গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬) ও ছেলে রাহিফ (৮)। আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালা বেগমকে জয়পুরাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তছিমদ্দিনের ছোট ছেলে এরশাদ হোসেন বলেন, আমি গভীর নলকূপ পাহারায় থাকা অবস্থায় শুক্রবার রাতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে বাড়ির প্রাচীর টপকে ডাকাতের দল বাড়িতে প্রবেশ করে বাড়ির সদস্যদের মারপিট করে। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ডাকাতির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে জয়পুরহাট জেলা পুলিশ সুপার। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ মালমাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Share This

COMMENTS