শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে এ্যাডভোকেসী প্লাটফর্মের সাথে ইস্যু নির্বাচন ও কর্মপরিকল্পনা প্রণয়নে সভা অনুষ্ঠিত

বিরলে এ্যাডভোকেসী প্লাটফর্মের সাথে ইস্যু নির্বাচন ও কর্মপরিকল্পনা প্রণয়নে সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর): বিরলে উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সাথে যৌথভাবে সমন্বয় করে গ্রাম উন্নয়ন কমিটির ইস্যু নির্বাচন ও কর্মপরিকল্পনা প্রণয়নে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিরলস্থ ইএসডিও প্রেমদীপ অফিসে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেক্স/ইপার এর সহযোগিতায় প্রমোশন অফ রাইটস অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস্ ফর ইমপ্রæভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।

হামেরা দিনাজপুরিয়া সংগঠন (এইচডিএস) এর সভাপতি সাংবাদিক এম এ কুদ্দুস সরকার এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বিরল উপজেলা শাখার সহ-সভাপতি ফয়জার রহমান, হামেরা দিনাজপুরিয়া সংগঠন (এইচডিএস) এর কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সদস্য মতিউর রহমান, সদস্য আতিউর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা বীরেন সিং, ইএসডিও এর পিসি সেরাজুস সালেকীন, নজরুল ইসলাম, নারী ক্লাব এর নেত্রী সুলতানা ইয়াসমিন রুমন, দপ্তর সম্পাদক মিনারা বেগম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরল উপজেলা শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যাম্পনাথ মার্ডি প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় হালজায় কমিউনিটি জমির মামলা ও বেদখলকৃত জমি উদ্ধার, রঘুদেবপুর ও বিষ্ণপুর কমিউনিটির আবাসন সমস্যা এবং আছটিয়া কমিউনিটির টিনপাড়া হতে আছটিয়া পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS