
মধুখালীতে প্রাথমিক শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫খ্রি. বৃহস্পতিবারঃ সম্প্রতি ৩য় শ্রেণীর শিক্ষার্থী মাগুরার আছিয়া ধর্ষনসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক নরপশুদের দ্রæত বিচার নিশ্চিতের দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষার্থী ও সচেতন জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ ২০২৫খ্রি. বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মীর নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রোকুনুজ্জামানের সঞ্চালনায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে নারী ও শিশু ধর্ষকদের বিচারের দাবী করে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল ইসলাম, সাবিয়া সুলতানা,টারজান মিয়া,মো. খলিলুর রহমান,মো. সাদ্দাম আরেফিন,মো.জহিরুল ইসলাম,তানিয়া আহমেদ ও হিরো চৌধুরীসহ প্রমুখ।