
বগুড়ার কাহালুতে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত।।

বগুড়া জেলা প্রতিনিধি।।
সোমবার দুপুরে বগুড়ার কাহালু সরকারি ডিগ্রি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সারা দেশের ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের ছাত্র মোঃ সোহরাব হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্র দলের সভাপতি মোঃ মুরাদ হাসান মধু,ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হাবিব, ছাত্র দলের সিনিয়র সভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রিমন আহাদ। এ সময় সাধারণ শিক্ষার্থী মধ্যে নেতৃত্ব প্রদান করেন মোছাঃ সোমাইয়া আক্তার, মোছাঃ রিয়া খাতুন, মোছাঃ সাবিনা, মোঃ নাহিদ, মোঃ খোকন সহ অনেকে। উল্লেখ্য যে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে দধি সাগর আবাসন প্রকল্পে গত বুধবার দুটি শিশু ধর্ষনের মুল আসামি মোঃ নুরু ইসলাম এর ফাঁসির দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা