
দুপচাচিয়া আদর্শ শিক্ষক পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

৭৭ Views
দুপচাঁচিয়া বগুড়া সংবাদদাতা :
আদর্শ শিক্ষক পরিষদ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল দুপচাঁচিয়া বাংলাদেশ জামাতে ইসলামীর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম।
দুপচাঁচিয়া উপজেলা আমির মাওলানা ওমর আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুলা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা নায়েবে আমি মো: আজাহার আলী। দুপচাঁচিয়া পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন। মাওলানা আজাহার আলী। মহিলা কলেজের অধ্যাপক খলিলুর রহমান। ফরিদ উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।