
দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কে ট্রাক অক্টো ভ্যান পথ দুর্ঘটনায় ০১(এক) জন নিহত এবং ০১(এক) জন গুরুতর আহত।।

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়া: দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কে ট্রাক অক্টো ভ্যান পথ দুর্ঘটনায় ০১(এক) জন নিহত এবং ০১(এক) জন গুরুতর আহত হয়েছেন।
অদ্য ১২-০৩-২০২৫ খ্রি: দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় দুপচাঁচিয়া-টু-আক্কেলপুর হাইওয়ে সড়কের পাইকরাল নামক স্থানে রাস্তার উপর অটো ভ্যানের পিছন দিক থেকে আসা ট্রাক (যাহার রেজিঃ নং বগুড়া ডঃ ১১.২০১২) ধাক্কায় উক্ত ভ্যানের ০২ (দুই) জন যাত্রীর মধ্যে ০১ জন শিশু বাচ্চা আহত হন।
আহতরা হলেন ঘটনাস্থলেই নিহত রাহিমা খাতুন (০৩) পিতা- মোঃ আবু বক্কর, সাং বেড়াগ্রাম দক্ষিণ পাড়া, থানা – দুপচাঁচিয়া, জেলা – বগুড়া ঘটনাস্থলে নিহত হন। নিহতের মা মোছাঃ রোকসানা খাতুন (২৮), স্বামী- মোঃ আবু বক্কর,গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মর্মে জানা যায়।
এলাকার উৎসব জনতারা ট্রাকটি আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আক্কেলপুর-দুপচাঁচিয়া হাইওয়ে রোডে যানবাহন চলাচল স্বাভাবিক। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সদসরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন