সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধ‚কে ধর্ষণ শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীতে ঘুমন্ত পুত্রবধ‚কে ধর্ষণ শ্বশুর গ্রেপ্তার

Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুত্রবধ‚কে ধর্ষণের অভিযোগে আহসান উল্যাহ (৫৫) নামের এক লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ পেয়ে শনিবার ১৫ মার্চ রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আহসান উল্যাহ একই ওয়ার্ডের মৃত আলী আহামদের ছেলে।
ভুক্তভোগী ও মামলা স‚ত্রে জানা যায়, নির্যাতিত গৃহবধ‚র স্বামী ডুবাই প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে একই বাড়িতে একই বসত ঘরে ভিন্ন ভিন্ন কক্ষে বসবাস করতেন। শ্বশুর আহসান উল্যাহ বিভিন্ন সময় পুত্রবধ‚কে কুরুচিপ‚র্ণ কথাসহ খারাপ কাজের ইঙ্গিত দেয়। ভিকটিম বিষয়টি স্বামী,শাশুড়িকে জানালেও তারা বিষয়টি কর্ণপাত করেনি। গত সোমবার রাত ১০টার দিকে ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজের কক্ষে কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেহেরি খাওয়ার প‚র্বে শ্বশুর কৌশলে পুত্রবধ‚র কক্ষে প্রবেশ করে। ওই সময় তিনি পুত্রবধ‚কে ঘুমন্ত অবস্থায় জোরপ‚র্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম চিৎকার করতে গেলে শ্বশুর তার মুখ চেপে ধরে, ধর্ষণ করে দ্রæত রুম থেকে বের হয়ে যায়। পরে ভুক্তভোগী গৃহবধ‚ বিষয়টি তার স্বামী-শাশুড়িকে জানায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী গৃহবধ‚ বাদী হয়ে এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় শ্বশুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই গৃহবধ‚কে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS