বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার ইফতার উপহার সামগ্রী বিতরণ

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার ইফতার উপহার সামগ্রী বিতরণ

Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি :; পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, দু:স্থ ও অসহায়দের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
বুধবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সংস্থার পরিচালক আবদুল মান্নান বাবলুর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক এন এইচ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও সেনবাগ পৌরসভার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে মোবাইলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক, সৌদি প্রবাসী ব্যবসায়ী মহি উদ্দিন মহিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু,পরিচালক মোজাম্মেল হক, পরিচালক রফিকুল ইসলাম রবি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য চান্দন হোসেন রাজু, পরিচালক আলা উদ্দিন আলো, সদস্য ওমর ফারুক, পরিচালক মুফতি শোয়াইব হোসেন সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যাহ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নাজিম উদ্দিন খন্দকার, মো: হারুন,আবু নাছের,ফখর উদ্দিন, রফিকুল ইসলাম সুমন প্রমুখ।
আলোচনা শেষে অতিথি বৃন্দ প্রায় দেড় শতাধিক নারী-পুরুষকে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ছোলা,মুড়ি,পেয়াজ, আলু, চিনি,চিড়া,তেল,খেজুর সহ ইফতার উপহার সামগ্রী তুলে দেন।

Share This

COMMENTS