শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগে প্রবাসীর স্ত্রীর গৃহবধুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সেনবাগে প্রবাসীর স্ত্রীর গৃহবধুকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; সেনবাগের ডমুরুয়া ইউপির পরিকোট গ্রামের গৃহবধূ (২৩) সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ধর্ষককে আবদুল মান্নান প্রকাশ সুমনকে গ্রেফতারের দাবীতের মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার,এলাকাবাসী ও যুব সমাজ। শুক্রবার ভুক্তভোগী,এলাকাবাসী ও যুবসমাজের ব্যানারে বাদ জুম্মা ওই মানববন্ধন কমসূচি পালিত হয়।
জানাগেছে, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত অনুমান ১০টার সময় উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পরিকোট গ্রামের তিতা মিয়ার বাড়ির আবদুর রশিদের লম্পট ছেলে আবদুল মান্নান প্রকাশ সুমন ও তার অপর সহযোগী মিলে ভিকটিম (২৩) বসত ঘরের বাহিরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাবার সময় পিছন থেকে মুখ চেপে ঝাপটে দরে। ভিকটিমের শরীরে থাকা ওড়না ছিনিয়ে নিয়ে গৃহবূর ওই ওড়না দিয়ে গৃহবূধর মুখ-হাত ও পা বেঁধে পেলে ধর্ষণের চেষ্ঠা চালায়। দীর্ঘ ক্ষণেও গৃহবধূ ঘলে না আসায় তার শ্বশুর ও শাশুড়ী ঘরের বাহিরে এলে ধর্ষকরা গৃহবধূরে ফেলে রেখে পালিয়ে যায়।গৃহবধূ জাœার তার মাথা,পাজর ও পায়ে আঘাত পেয়েছেন। তিনি জানান,আঘাতের কারণে হাটতে ও চলাফেরা করতে কষ্ট হচ্ছে
এরপর ভিকটিম বাদী হয়ে ১২ মার্চ বুধবার সেনবাগ থানায় একটি মামলা দায়র করে। মামলা নং৭(১২/০৩/২৫ইং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯(৪)(খ)৩২৩ পেনাল কোড দায়ের করে। মামলাটি তদন্ত করছে সেনবাগ থানার এস আই আবদুস সালাম । দীর্ঘ তিনদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে না পারায় শুক্রবার বাদ জুম্মা ওই মানববন্ধন কর্মসূচি পালনকরা হয়।
এব্যাপারে যোগযোগ করলে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) হযরত আলী এসএম জানান ধর্ষক সুমনকে গ্রেফতারে সেনবাগ থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

Share This

COMMENTS