বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ২ অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

পঞ্চগড়ে ২ অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

৫২ Views

বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই ইট ভাটা পরিচালনার দায়ে দুইটি অবৈধ ইটভাটার চুলার দেয়াল এস্কেভেটর দিয়ে ধসে দিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলা ভ‚মি অফিসের সহকারী কমিশনার ভ‚মি (এসিল্যান্ড) এস এম ফুয়াদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।
গুঁড়িয়ে দেয়া ভাটাদুটি হলো, বোদা উপজেলার ফুলতলা এলাকার মেসার্স এলআরবি ব্রিকস এবং আটোয়ারী উপজেলার লক্ষীদার কালিতলা এলাকার মেসার্স এমটিএম ব্রিকস।
জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভ‚মি এস এম ফুয়াদ বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পঞ্চগড় জেলায় যত অবৈধ ইটভাটা আছে ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর বাইরে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, কোন জায়গায় যদি আমরা খবর পাই অবৈধ ইটভাটা চালু আছে তাহলে আজকের মতো আরও অভিযান করা হবে।

Share This