শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোদায় আন্তঃ ইউনিয়ন ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

বোদায় আন্তঃ ইউনিয়ন ফুটবলের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

৩৬ Views

মোঃ আব্দুল্লাহ আল মামুন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় আন্তঃ ইউনিয়ন ফুটবল ট‚র্ণামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলার কামারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোদা পৌরসভা ২-০ ময়দানদিঘী ইউনিয়ন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং বাফুফের গর্ভনমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, যুব উন্নয়ন কর্তকর্তা আওলাদ হোসেন, ঝলইশালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ্যাডঃ সারোয়ার হোসেন মেহেদী প্রমুখ।

তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দলকে নিয়ে মাসব্যাপী ফুটবল ট‚র্নামেন্টের আয়োজন করে বোদা উপজেলা প্রশাসন। প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১১টি মাঠে মোট ১৭টি খেলার মধ্য দিয়ে ট‚র্ণামেন্টের সফল আয়োজন করা হয়। ট‚র্নামেন্টটি হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে হওয়ায় দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ইউনিয়নের মাঠগুলো দর্শক মুখর হয়ে উঠে। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ট‚র্ণামেন্টের সফল সমাপ্তি করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার আপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যুব সমাজকে মাদক থেকে সড়িয়ে আনার ক্ষেত্রে খেলাধুলা করা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ধরণের ফুটবল ট‚র্নামেন্ট যুব সমাজ মাদক, জুয়া থেকে সরে এসে খেলাধুলায় মনোযোগী করবে। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ কে ধন্যবাদ জানিয়ে বলেন, অক্লান্ত পরিশ্রম করে মাসব্যাপী এই ট‚র্ণামেন্টের আয়োজন করে এবং সফলভাবে শেষ করে।

Share This