
বোদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা বিএনপির সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, উপজেলা জামায়াতের আমির জাহেদুল ইসলাম, জেলা মহিলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, উপজেলা মহিলা দলেল সদস্য সচিব সাজিনা বেগম, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা সংস্থা, নারী উদ্যক্তো, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা।