বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে র‌্যালি শেষে মানববন্ধন 

বাঘায় আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে র‌্যালি শেষে মানববন্ধন 

১০৫ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ, খুন, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে  উপজেলার বাউসা ইউনিয়নের তেঁথুলিয়া হাট এলাকায় র‌্যালি শেষে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধন ও র‌্যালির অায়োজন করে এলাকার সাধারণ শিক্ষার্থী ও বাউসা ইউনিয়ন সচেতন নাগরিক।
 মঙ্গলবার ( ১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে  র‌্যালিটি বাজার প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় গেটের সামনে সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,  ধর্ষণের স্বীকার আছিয়ার  ন্যায্য বিচার এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে অারোও বলেন, সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, সেই সাথে  সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।  যাতে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন করা হয় ।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পলাশ,  বাউসা ইউনিয়ন  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাব উদ্দিন মাষ্টার, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ, বাউসা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মীর মোফাক্কর হোসেন মাষ্টার, রাজশাহী জেলা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা রুবেল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক চপল মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, শাকিল আহম্মেদসহ স্কুল কলেজের শিক্ষার্থী  ও  নেতাকর্মীরা।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও,যতদিন না আছিয়া ন্যায়বিচার পাচ্ছেন, ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
Share This