বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Views

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে “দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ মার্চ)  সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বক্তব্য রাখেন।

এরপর ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলমের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।  দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে ইসলামী রিলিফ বাংলাদেশ, ইউএসএস, অ্যাকশন এইড বাংলাদেশ, এমজেএস, এসকেএস, টিএমএসএস, সি ইএম, আরসিবি (রিভার) প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS