বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে অবৈধ  ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

ফুলবাড়ীতে অবৈধ  ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

৪৯ Views

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভাঙ্গাসহ ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share This