
ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

৪৯ Views
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভাঙ্গাসহ ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।