
কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু কল্যানে পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত

২ Views
মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সরকারি- বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, যুব ও শিশু, অভিভাবকদের নিয়ে শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ থেকে ১০ই মার্চ কুড়িগ্রামের অভিনন্দন কনভেনশন সেন্টার হলরুমে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আব্দুর রাজ্জাক রনি উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম। মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা শিক্ষা অফিসার এস এম শরীফুল ইসলাম খন্দকার, ডাঃ সুজন চন্দ্র বর্মন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুস ছালাম ফ্রেন্ডশীপ বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী। সৈয়দ ফাহিদ হাসান ব্র্যাক ডিস্ট্রিক কো- অর্ডিনেটর। সাগর মারান্ডী ডিরেক্টর প্রোগ্রাম ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি এ্যান্সুরেন্স, চৌধুরী এম তাসফিক হাবিব, ম্যানেজার কমিউনিটি এ্যনগেজমেন্ট এন্ড পার্টনারিং, জাহেদুল ইসলাম প্রোগ্রাম কোয়লিটি ম্যানেজার ন্যাশনাল অফিস, স্বপন মন্ডল সিনিয়র ম্যানেজার রংপুর এরিয়া, প্রেরণা চিশিম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।