
কুড়িগ্রামে কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৬ Views
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জেলা শাখার কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শহরের ঘোষপাড়া সংলগ্ন ইসলামিক ব্যাংকের নিচতলায় ওএফসি ফাস্ট ফুড হলরুমে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম (মিলন) এর আহব্বানে প্রধান অতিথি হিসেবে মোঃ আনিছুর রহমান ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে মোঃ মাজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই , বিশেষ আলোচক হিসেবে মোঃ এনামুল হক, মোঃ আলতাফ হোসেন, আলোচক হিসেবে মোঃ আসাদুজ্জামান, এ, কেএম বদরুদ্দিন মিয়া, মোঃ জাহিদুল ইসলাম (জুয়েল)ও প্রধান আলোচক হিসেবে মোঃ মিনহাজুল ইসলাম (মিলন) অনুষ্ঠানে অংশ নিয়ে কর্মী সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোফাচ্ছেল হোসেন এবং কর্মী সমাবেশের অনুষ্ঠান উপস্থাপন করেন মোঃ তাজুল ইসলাম খন্দকার । আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার কর্মী সমাবেশ সংস্থার পক্ষ থেকে ভালো কাজের জন্য সমাজের গুণী ব্যক্তি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং সফল কর্মীকে পুরস্কৃত করা হয়।