
ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত

আজহারুল ইসাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালনের মধ্যে দিয়ে র্যালি ও আলোচনার সভার ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টায় র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে নির্বাচন অফিসের সামনে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাকিম উদ্দীন প্রধান। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াকিল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ।