বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে ২ টি ঔষধের দোকানে ১৭ হাজার টাকা জরিমানা 

হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে ২ টি ঔষধের দোকানে ১৭ হাজার টাকা জরিমানা 

১৯ Views
মাহবুব হোসেন মেজর হাকিমপুর(হিলি)দিনাজপুর প্রতিনিধিঃ  আজ সকাল ১১ টায হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন,দিনাজপুরের প্রসিকিউশন দাখিলকারী মোঃ আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং  খট্রা মাধবপাড়া  ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে  প্রিয়া ফার্মেসি প্রোপাইটর: শাহিনুর ইসলাম   ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা ৪০(খ) ও ৪০(গ) মোতাবেক ১০,০০০ টাকা জরিমানা করেন। এবং  আদর্শ ফার্মেসি প্রোপাইটর: মো: আমিনুল ইসলাম  ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা ৪০(গ) মোতাবেক ৭,০০০ টাকা জরিমানা করেন। এ ২ টি ফার্মেসী থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
Share This