শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতায় প্রশিক্ষণ ও মোবাইল ব্যাংকিং ভাতাভোগীদের সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

ধামইরহাটে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতায় প্রশিক্ষণ ও মোবাইল ব্যাংকিং ভাতাভোগীদের সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

১১১ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন র্শীষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ও যুগ্মসচিব সৈয়দ মোস্তাক হাসান।
সচেতনতা র্শীর্ষক সেমিনারে ভাতা ভোগীদের সচেতনতা বৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং নগদ এর নিরাপত্তা বিষয়ক আলোচনা, ভাতা ভোগীদের নিজ নামের সিমকার্ডে অ্যাকাউন্ট খোলা, লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান, ভাতাভোগী, গ্রাম কমিটির সভাপতি-সম্পাদিকা, নগদ এজেন্ট ও গণমাধ্যমকর্মীগণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ, সহকারি পরিচালক গওছল আজম, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আলহিল মাহমুদ চৌধুরী. ইসমাইল হোসেন মোস্তাক, গেলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকী, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, নগদ এজেন্ট মো. রাব্বি হোসেন প্রমুখ।

Share This