শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

১৬ Views
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ উদ্ভাবনে,অভিযানে,অংশীদারিত্বে, উন্নয়নের পথে একসাথে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি “শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, প্রানী সম্পদ কর্মকর্তা  ডাঃ সুমী বেগম, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী, যুব  উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান,আর ডি আর এস নীলফামারী শাখার কমিউনিটি ডেপলমেন্ট সুপার ভাইজার শফিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (কৃষি) রাশেদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (স্বাস্থ্য) হুমায়ুন কবির, কমিউনিটি মোবিলাইজার কর্মকর্তা  মিজানুর রহমান, শিক্ষার্থী লাকী বেগম প্রমুখ। সভায় বক্তারা সরকারের বিভিন্ন  উন্নয়ন মুলক কর্মকান্ড ও সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন। সভায় বক্তারা সরকারের বিভিন্ন  উন্নয়ন মুলক কর্মকান্ড ও সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন। আর ডি আর এস বাংলাদেশ এর কোর কমপারেনশিভ পোগ্রামের আয়োজনে কর্মশালায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।
Share This

COMMENTS