সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

১৯ Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার ৫৬টি ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, ডিসপ্লে, পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলা অভিভাবকদের ভারসাম্য খেলায় বিজয়ী ও স্টান্ডার্ড নার্সারী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।

Share This