শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এলজিইডি চিলমারীর আওতায় এপ্রোচ রোড নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে 

এলজিইডি চিলমারীর আওতায় এপ্রোচ রোড নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে 

১৬ Views
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রাম জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)  চিলমারীর আওতায় এপ্রোচ রোড নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে । খোঁজ খবর নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীর বাজার হতে চিলমারী উপজেলা সদরের সহিত সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)। (কুড়িগ্রাম জেলার চিলমারী অংশ) এপ্রোচ রোড নির্মাণ কাজের প্যাকেজ সুন্দরগঞ্জ-৫.৫/ডাব্লিউ-১৭ কাজটি দরপত্রের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয়। মীর হাবিবুল আলম ঠিকাদার হিসেবে গত ১১/০২/২০২৪ইং তারিখে ঠিকা চুক্তি ও কার্যাদেশ মোতাবেক যথাসময়ে সড়ক নির্মাণের কাজ শুরু করে চেঃ ১২২০ মিটার হতে ৫২৩০ মিটার অংশের চেঃ ২৯৮৫ মিটার হতে ৫২৩০ মিটার মাটির কাজসহ ডাব্লিউ এমএম পর্যন্ত কাজ সম্পাদন করে স্লপ প্রোটেকশনের জন্য সিসি ব্লক নির্মাণ কাজ  দ্রুত বাস্তবায়ন লক্ষ্যে চেঃ ০০-১২২০ মিটার ও ১২২০-১৪৭৬ মিটার অংশে পুরাতন বেড এর হার্ড বেড প্রিপারেশনসহ ওয়াইডেনিং কাজটি গত ০২/১১/২০২৪ইং শুরু করে এজিং উঠানোর কাজ করার পর সড়কের হার্ড বেড প্রিপারেশন কাজ বাস্তবায়নসহ এপ্রোচ রোড নির্মাণের জন্য অর্থাৎ ডাব্লিউ এমএম কাজ সম্পূর্ণ করেছে  ঠিকাদারী প্রতিষ্ঠান  ।  এ ব্যাপারে নিযুক্ত ঠিকাদার মীর হাবিবুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নানা প্রতিবন্ধকতার কারণে কাজ বাস্তবায়ন কিছুটা মন্থর গতিতে হলেও এখন দ্রুত গতিতে কাজ বাস্তবায়ন হচ্ছে । আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই কাজ শেষ হবে ।
 এ ব্যাপারে চিলমারী উপজেলা প্রকৌশলী  জুলফিকার আলী  জানান, এপ্রোচ রোড নির্মাণ কাজের শতকরা ৪৫ ভাগ ইতোমধ্যে  বাস্তবায়ন হয়েছে। বক্স কাটিং, সেন্ট ফিলিং, সাববেজ, ডব্লিউএমএম সম্পূর্ণ হয়েছে।
এ ব্যাপারে কাজের দেখভালের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান জানান, এপ্রোচ রোড নির্মাণ কাজটি আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। ইতোমধ্যে কাজের অর্ধেক সম্পূর্ণ হয়েছে। কাজের গুণগত মান ভালো হচ্ছে।
Share This

COMMENTS