সাঁথিয়ায় বিসিডিএস সমিতির নির্বাচনে আব্দুল হাই সভাপতি,মেহেদুল সাধারণ সম্পাদক
জালার উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ এই প্রথমবারের মতো ৩৬বছর পর উৎসবমুখর পরিবেশে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস(বিসিডিএস)সমিতি পাবনার সাঁথিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শনিবার(১ফেব্রæয়ারি)সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহকারী অধ্যাপক আব্দুল হাই সভাপতি মেহেদুল ইসলাম মল্লিক সাাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে,নির্বাচনে সভাপতি পদে আব্দুল হাই ও রুহুল বারী,সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক ও আকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে হাতেম আলী হাদী,মাসুদ রানা ও মনিরুল ইসলাম প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোট গ্রহন চলে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। সমিতির ৬৮জন ভোটারের মধ্যে ৬৫জন ভোটার ব্যালটের মাধ্যমে সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল হাই(ছাতা প্রতীক)৪৪ভোট তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রুহুল বারী(চাকা প্রতীক)২১ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মেহেদুল ইসলাম মল্লিক(আনারস প্রতীক)৪০ভোট ও আকরাম হোসেন(হাঁস প্রতীক)২৫ভোট পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম(বই প্রতীক)২৮ভোট,মাসুদ রানা(মেরাগ প্রতীক)২০ভোট এবং হাতেম আলী হাদী(মই প্রতীক)১৬ভাট পেয়েছেন।নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান মঞ্জিল মাষ্টার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনসুর আলম ও মেহেদি হাসান।