বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁথিয়ায় করিমনকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ কৃষিশ্রমিকের

সাঁথিয়ায় করিমনকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ কৃষিশ্রমিকের

৬৮ Views

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি নামক স্থানে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ট্রাক চাপায় করিমনের যাত্রী তিনজন কৃষিশ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের আলতাবের ছেলে খোকন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। নিহত ও আহতরা কৃষিশ্রমিক হিসেবে পেঁয়াজ লাগাতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাঙামাটি এলাকা থেকে কয়েকজন কৃষিশ্রমিক পেঁয়াজ লাগানোর জন্য একটি করিমনে করে উপজেলার মাধপুর এলাকার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মাধপুরের দিক থেকে সাঁথিয়ার দিকে আসা দ্রæতগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন কৃষিশ্রমিক মারা যান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে কৃষি শ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে মাধপুরের দিকে যাচ্ছিলেন। রাঙামাটি নামক স্থানে মাধপুরের দিক থেকে আসা সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে যান।

Share This