দশমিনায় প্রতিষ্ঠাতা সভাপতির জানাজা সম্পন্ন
৭ Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়েনর দক্ষিন চর শাহ জালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও দশমিনা উপজেলার রনগোপালী ইউনিয়ন কৃষক নেতা মো. আবুল হোসেন রাঢ়ি ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ —–রাজিউন। মৃতকালে তার বয়স ৮০বছর। তিনি এক ভাই, স্ত্রী ও পাঁচ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বিকাল ৩টায় রনগোপালদী ইউনিয়ন পরিষদ মাঠে শত শত মানুষের অংশ গ্রহনে জানাজা সম্পন্ন হয়েছে। নিহত আবুল হোসেন রাঢ়ি রনগোপালী ইউনিয়নের রনগোপালী গ্রামের মৃত্যু বারেক রাঢ়ির বড় ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে শারীরিকভাবে অসুস্থ্য হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল রাঢ়ির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এরপরে শুক্রবার শেষ রাতে অ্যাম্বুলেন্সযোগে নিহতের লাশ দশমিনা উপজেলার রনগোপালী ইউনিয়নের রনগোপালদী গ্রামে নিয়ে আসেন। তার জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনী পেষার মানুষ আংশ নেয়। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।