বিরলে হামলা ও হত্যা চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলে হামলা ও হত্যা চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ও বিএনপি এবং সহযোগীসংগঠনের নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোঃ আবু সায়িদ।
তিনি বলেন, আমার উকিল বোন জামাই (ভগ্নিপতি) রুবেল এর জগতপুর গ্রামের বাড়ীতে আত্মীয়তার সুবাদে আমার চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আল মিরাজ ও ছাত্রদলের সদস্য মোঃ নাঈম রানা গত ১৪ জানুয়ারি-২০২৫ মঙ্গলবার দুপুরে বেড়াতে গেলে ওই গ্রামের মাসুদ আলম (৪০), তার ছেলে মোঃ সাকলাইন (২৫), মোঃ সজিব (২২), মৃত আঃ মজিদ এর ছেলে মোঃ আনছার আলী (৪৫), মোঃ রেজাউল (৩৭), মোঃ আমজাদ (৪২), মোঃ আঃ রাজ্জাক (৪৫), মোঃ আফছার আলী (৫০), মৃত আঃ গফুর এর ছেলে মোঃ ফারাজুল (৪০), মৃত আনিছুর এর ছেলে মোঃ মোকারম (৩৮), মোকারম এর ছেলে মোঃ নাসিম (১৭) ও মির্জাপুর গ্রামের মৃত আলহাজ্ব হাফিজ উদ্দীন এর ছেলে জিয়াউল ইসলাম (৪০) গনসহ আরও অজ্ঞাতনামা ৮/১০ জনের একদলভুক্ত দুর্দান্ত, দাংগাবাজ, পরধন লোভী, ভূমি দস্যু, বেপরোয়া শ্রেণীর, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী এবং আইন অমান্যকারী ব্যক্তি আমার ভগ্নিপতির বাস্তুভিটার সম্পত্তি মাপযোগ করাকালে সকাল ১১ টায়দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারপিট, ভাঙ্চুর ও লুটপাট করে। তাদের মারপিটে আমার চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আল মিরাজ, ছাত্রদলের সদস্য মোঃ নাঈম রানা, মোঃ রফিকুল ইসলাম গুরুত্বর আহত হোন।
মোঃ আনছার আলী ও জিয়াউল ইসলাম আমার ভগ্নিপতির ভাই রুহুল আমিন এর বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীর সাংসারিক বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। মাসুদ আলম, সাকলাইন, আনছার, রেজাউল, ফারাজুলগন আমার ভগ্নিপতির বাড়ীর সাংসারিক বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। উক্ত সময় আমার ভগ্নিপতি ও ভিকটিমগণের চিৎকারে সাক্ষীগনসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীগণ দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় আমার ভগ্নিপতি ও তার পরিবারের লোকজনকে ঘটনার বিষয় কোথাও কোন মামলা মোকদ্দমা করলে জীবনে শেষ করে দিবে বলে হুমকী দিয়ে যায়। তাদের আঘাতের ফলে ভিকটিমগণ গুরত্বর অসুস্থ্য হয়ে পড়লে সাক্ষীগন ভিকটিম- মোঃ আল মিরাজ, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ নাইম রানাকে এ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এছাড়াও আমার ভগ্নিপতির প্রতিপক্ষগণ আমাকে এবং আমার পিতা ১০ নং রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ গোলাম মোস্তফা, আমার চাচা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, আমার চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আল মিরাজ, ছাত্রদলের সদস্য মোঃ নাঈম রানা ও আমার চাচা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক তথ্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আস্থাবহ সহচর মোঃ জিয়াউল ইসলাম এর মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত সত্য তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান ও সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের দ্রুত হস্তক্ষপ কামনা করছি।
এ বিষয়ে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে কি-না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা থানায় এজাহার দাখিল করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণে অফিসার ইনচার্জ আশ^স্ত করেছে।