পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফশি ঘোষনায় শ্রমিকদের মাঝে প্রান চাঞ্চল্য
পার্বতীপুর(দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দীর্ঘ ৬ বছর পর রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে পার্বতীপুরের শ্রমিক অঙ্গণে ব্যাপক প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপো থেকে তেল সরবরাহের কাজে নিয়োজিত ৮ জেলার ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৭শ ৪৯ জন শ্রমিকের নেতা নির্বাচন করতে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সংগঠনটির পার্বতীপুরস্থ প্রধান কার্যালয় থেকে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। এসময় সংগঠনটির কয়েক শতাধিক সদস্য ও শ্রমিক উপস্থিত ছিলেন। এ তফশিল ঘোষণায় উপস্থিত শ্রমিকরা উল্লাস প্রকাশ করেন। রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুুরুল আজিজ পলাশ নির্বাচনের তফশিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২২ ফেব্রæয়ারী সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ, গণনা ও ফল প্রকাশ করা হবে। এজন্য এখন থেকেই (২২ জানুয়ারী- ৮ ফেব্রæয়ারী) পর্যায়ক্রমে খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি-নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রয়, মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, মনোনয়নপত্র বাছাই, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ ফেব্রæয়ারী সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ জানায়, একটি প্রভাবশালী ব্যক্তি পেশি শক্তির দাপটে ২০১৯ সাল থেকে সংগঠনটি’র সভাপতির পদ দখলে নিয়ে সংগঠনটিকে কুক্ষিগত করে রেখেছিলো। কোন নির্বাচন ছাড়াই ৬ বছর অবৈধভাবে সংগঠনটি’র বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এতে শ্রমিকদের মনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ থাকলেও এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। এবারের নির্বাচনের পর সাধারন শ্রমিকরা তাদের প্রানের অধিকার ফিরে পাবে এবং রাহুগ্রাস থেকে মুক্ত হবে রংপুর বিভাগীয় ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন। #