বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

ঘোড়াঘাটে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

৩৯ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাফিল অনুষ্টিত হয়েছে। এ সময় উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পপ্লব মন্ডলের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। রোববার (১৯ জানুয়ারী) বিকেল ৪ টায় রানিগঞ্জ বাজার মৃত সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের চাতালে আলোচানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোঃ শামিম হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু,উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক উজ্জল, কৃষক দলের আহবায়ক মেজবাউ আলম জুয়েল,কৃষক দলের সদস্য সচিব, নেওয়াজ শরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম,নাছির উদ্দিন স্বপন, এ ছাড়াও সভায় জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share This