বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি বাড়ী পুড়ে ছাই

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি বাড়ী পুড়ে ছাই

১১ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি বাড়ী পুড়ে ছাই । বুধবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর মাঝিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের এ ঘটনা। একটি বাড়ীর দুটি ঘর পুড়ে ছাই হয়েছে। স্থানিয়রা জানান, আগুন লাগানোর পরপরই মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরছে দেখে স্থাণীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই যায়। স্থানিয়রা জানান, আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। পরে স্থ্নাীয়রা ফায়ার সার্ভিসের এর সহযাগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।

Share This