রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনবাগে টানা বর্ষণে আমনের বীজতলা তলিয়ে গেছে বীজতলা স্কুল,কলেজের মাঠ, ভেসে গেছে মাছের প্রজেক্ট

সেনবাগে টানা বর্ষণে আমনের বীজতলা তলিয়ে গেছে বীজতলা স্কুল,কলেজের মাঠ, ভেসে গেছে মাছের প্রজেক্ট

১১২ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : সেনবাগের খালগুলো পরিস্কার না করা এবং খালগুলোতে অবৈধ ভাবে দখল করে দোকান-পাট ও স্থাপনা নির্মাণের কারনে গত কয়েক দিনের টানা অব্যাহত ভারী বর্ষণে র বৃষ্ঠির পানি নামতে না পারায় নোয়াখালীর সেনবাগে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজ তলার মাছের প্রজেক্টের ও রাস্তাঘাট। ইতিমধ্যে প্রায় ৮০ হেক্টর জমির আমনের বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে। এতে পচে বীজতলার জন্য বপন করা ধানের চারা বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও অত্র উপজেলার বহু মৎস্য খামার ভেসে মাছ বের হয়ে গেছে এবং ২০টি মতো প্রাথমিক বিদ্যালয়ের ও ৩টি কলেজের মাঠ এবং বহু কাঁচা রাস্তাঘাট পানির নিচে তলিয়ে রয়েছে । এভাবে বৃষ্ঠি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে, সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান, অত্র উপজেলায় এই বছর ৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। ্ইতিমধ্যে কৃষকরা বীজতলা প্রস্তুত করে চারা রোপনের অপেক্ষায় ছিলো। কিন্তু গত কয়েক দিনের অব্যাহত ভারী বৃষ্টিপাতে সেনবাগ উপজেলার ৮০ হেক্টর জমির আমনের বীজতলা পানির নিচে ডুবে যায়। এভাবে আরো কয়েকদিন ডুবে থাকলে বীজতলায় থাকা ধানের চারাগুলো পচে বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অপরদিকে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার ফারভেজ শনিবার দুপুরে জানান, টানা বর্ষণের ফলে সেনবাগের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধাতার সৃষ্ঠি হয়েছে এবং আরো কয়েকদি এভাবে বৃষ্ঠিপাত হলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যাবে। এছাড়াও সেনবাগ সরকরি ডিগ্রি কলেজ ,বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ও কানকিরহাট বিশ্ব বিদ্যালয় কলেজের মাঠেও বৃষ্ঠির পানি জমে জলাবদ্ধা সৃষ্ঠি হয়েছে।

Share This