বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

৪৪ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাতের আধারে ইউনিয়নের দরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের খুঁজে এ সকল কম্বল বিতরণ করেছেন। জানা যায়, শীতার্ত মানুষের জন্য উপজেলা প্রশাসন থেকে দেওয়া এবং চেয়ারম্যানের নিজ অর্থয়ানে কেনা এ পর্যন্ত প্রায় ১ হাজার জন হতদরিদ্র নারী-পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ সময় চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ইউনিয়নের ওযার্ডে ওয়ার্ডে ঘুরে অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে ও ছিন্নমূল শীতার্তদের খুঁজে রাতভর এ সকল কম্বল বিতরণ করেন। ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কম্বল বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

Share This