বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল দিলেন থানার (ওসি) নাজমুল হক

ঘোড়াঘাটে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল দিলেন থানার (ওসি) নাজমুল হক

৫৯ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপাকে ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই শীতার্ত মানুষের জন্য পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা’র পক্ষ থেকে কম্বল বিতরণ করেছন দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে আঁধারে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তীব্র শীতে খোলা জায়গায় রাত কাটানো গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ওসি নাজমুহল হক জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জরিয়ে দেন। বিতরণের সময় উপ-পরিদর্শক আইয়ুব, সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক পরিতোষ উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হত জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। ইতিমধ্যে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে কম্বল দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। সে কারণে আমরা উপজেলার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিয়েছি। এমন মানবিক কর্মককÐ অব্যাহত থাকবে।

Share This