বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে মাঁচা পদ্ধতিতে হাইব্রিট জাতের করলা চাষ

ঘোড়াঘাটে মাঁচা পদ্ধতিতে হাইব্রিট জাতের করলা চাষ

৩৫ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট মাঁচা পদ্ধতিতে হাইব্রিট জাতের করলা চাষ করছে উপজেলা প্রায় ২৭ টি গ্রামে। এ অঞ্চলের মাটি করলাসহ বিভিন্ন প্রকার শাকসবজি চাষের জন্য উপয়োগী।চলতি বছরে ৮০ শতক জমিতে করলা চাষ করেছেন। বর্তমানে করলার ফলন দামে খুশি কৃষকেরা। উপজেলা বিভিন্ন গ্রামর ঘুড়ে দেখাগেছে। মারুপাড়া, কৃঞ্চরামপুর, পারবতিপুর, বিন্যাগাড়ী, সোনারপাড়া,কুলানন্দপুর, ডাঙ্গা, শলিকাদহ,দক্ষিন দেবীপুর,বেগুনবাড়ী,শ্রীচন্দ্রপুর চাঁদপাড়া, রঘুনাথপুর,্ সাতপাড়, লালমাঠি, ভর্নাপাড়া, শ্যামপুরসহ প্রায় ২৭ টি গ্রামের শতাধিক কৃষকেরা করলার চাষ করেছেন। বর্তমান সময়ে মাঁচায় ঝুলছে হাইব্রিটসহ বিভিন্ন জাতের করলা। করলা ক্ষেতে েিসচ,নড়ানি ও করলা সগ্রহ বাজারজাত করাসহ ব্যস্ত সময় পার করছে কৃষকেরা । পৌরসভা লালমাটি শ্যামপুর এলাকার মোঃ মনিরুল ইসলাম বলেন,এ বছর ১ বিঘিা জমিতে করলা চাষ করেছেন। বর্তমানে তিনি করলা মন প্রতি ১ হাজার ৬শত থেকে ১ হাজার আটশত টাকা দরে বিক্রি করছেœ। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে এ পরিমান জমিতে দেড় লক্ষাধিক টাকার মতো করলা বিক্রি করতে পারবেন। একই গ্রামের মোজাইদুল ইসলাম বরেন করলা চাষ গবর, সার, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করতে হয় সেই জমিতে শীতকালীন ফসল আলু করতে তাদের বেশি সার প্রয়োগ করতে হয় না। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ রেবেক সুলতানা বলেন, জমি থেকে করলা উঠানো পর কৃষকরা পটল, বেগুন,মরিচ, শাক সবজি সহ বিভিন্ন জাতের সবজি লাাগাতে পারবেন। উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান জানান, উপজেলা কৃষি বিভাগ স্থায়ী কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছেন। গত বছর করলা চাষ হয়েছিল৭৫ হেক্টর জমিতে। এবছর করলা চাষ হয়েছে ৮০ হেক্টর জমিতে এছাড়া ও খরিফ-১ খরিফ-২ ও রবি মৌসুমে মিলে ১১৭১ হেক্টর জমিতে বিভিন্ন রকমের শাক-সবজি হয়েছে।

Share This