সেনবাগে সড়ক দুর্ঘটনায় সবজী বিক্রেতা নিহত
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে উপজেলা ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনী খাল নামক স্থানে স্টার লাইন পরিবহনের দ্রæত গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বাবুল হোসেন প্রখাশ জামাই বাবুল (৫৫) নামের এক সবজী বিক্রেতা নিহত হয়েছে। নিহত বাবুল হোসেনে বেগমগঞ্জ উপজেলার দিনেশগঞ্জ গ্রামে সিরাজ মিয়ার ছেলে। সে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর গ্রামের শ্বশুড় বাড়ি দানিজ বাড়িতে বসবাস করতেন । এবং নিজের উৎপাদিত ফসল সবজী রিকশা ট্রলি ভ্যানে করে বিক্রি করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সে সবজী বিক্রি করে হাজনীখাল এলাকায় ফোর লেন সড়কের ইউটার্ণ পার হওয়ার সময় ফেনী থেকে লক্ষীপুর অভিমুখি স্টার লাইন পরিবহন চট্টমেট্ট্রো ব-১১-১৭৭৮ বাসটি সবজী বিক্রেতা বাবুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান জানান,বিষয়টি হাইওয়ে পুলিশ দেখাশুনা করে। আমাদের সহযোগীতা লাগলে আমরা করে থাকি। বিষয়টি হাইওয়ে পুলিশের।