মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

কোম্পানীগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,,নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমাইল হোসেন প্রকাশ শাহীন (১৬)নামের এক কিশোর ট্রাক্টর চালক নিহত হয়েছে। নিহত শাহীন উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে । শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে ওই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য ট্রাক্টর দিয়ে মাটি পালানোর সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ট্রাক্টর চালক শাহীন ঘটনাস্থলেই মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়।

Share This

COMMENTS