মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগের তাহিরপুর তামীরুল উন্মাত ইসলামীয় আলীম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা

সেনবাগের তাহিরপুর তামীরুল উন্মাত ইসলামীয় আলীম মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা

৫২ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : সেনবাগের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর তামীরুল উন্মাত ইসলামীয় আলীম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুর বছরের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদরাসা অডিটোরিয়াম বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ক্কারী হানিফ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আক্কাস মেম্বারের সভাপতিত্বে ও মাওলানা সিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান একরামী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল মালেক, বিশেষ অতিথি শিক্ষানুরাগী মাওলানা দ্বীন মোহাম্মদ,কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও ব্যবসায়ী আবু শাকের মুহাম্মদ জাকারিয়া, কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার লিটন, সমাজসেবক নিজাম উদ্দিন ভ‚ইয়া, আবদুল হক ভ‚ইয়া প্রকাশ হক সাব, উপজেলা স্বেচ্চাসেবকদল আহবায়ক কামরুল হাসান তুহিন, মাদরাসা শিক্ষক আবু মাজেদ প্রমুখ। আলোচনা সভা শেষে ২০২৪ সালে আলিম পরীক্ষায় ৩ জন জিপিএ-৫ সহ মাদরাসাটি সকল শিক্ষার্থী শতভাগ পাস করায় অতিথিরা তাদেরকে ক্রেষ্ট সম্মননা ও ফুল দিয়ে বরণ করে। শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

Share This