সেনবাগে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্র ও আলোচনা সভা
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,,নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উলেক্ষে শোভাযাত্রা আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের দুইটি গ্রæপ। বুধবার বেলা ১১টার দিকে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার থেকে জয়নুল আবদিন ফারুক গ্রæপ বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের করে।
অপরদিকে বিএনপি কাজী মফিজ গ্রæপ শহরের উপজেলা পরিষদের সামনে দলীয় কার্যালয় থেকে পৃথক একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা দুইটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় নিজ নিজ কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভা করে।
সেনবাগ উপজেলা ছাত্রদল আহবায়ক .মোঃ সানা উল্লাহ সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদল আহবায়ক আলা উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী, শহীদ উল্লাহ ,ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহেব উদ্দিন রাশেল, সাবেক সেক্রেটারী নুরনবী রাজু, সাবেক সভাপতি হুমায়ুন, কবির হুমু,কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস খোরশেদ আলম ফোটন চৌধুরী, কলেজ ছাত্রদল সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারী ইমরান হোসেন স্বপন, বিএনপি নেতা নুরনবী বাচ্চু, উপজেলা যুবদল সাবেক সভাপতি সুলতান সালা উদ্দিন লিটন, পৌরসভা যুবদল আহবায়ক মোকারম হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজিবুল রহমান মুজিব সহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল সহ সহযোগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।।