ঘোড়াঘাটে শিশুদের নিয়ে কেক কাটলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম
ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী : দিনাজপুরের ঘোড়াঘাটে আবিরেরপাড়া মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সাাথে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। (২৫ ডিসেম্বর) বুধবার দুপুরে আবিরেরপাড়া মাহালীপাড়া গ্রামে বড়দিনে কেক কাটেন। তিনি এসময় শিমুদের মাঝে চকলেট বিতরণ করেন। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন শিমুরা ফুলের মতো। ফুলকে যেমন যতœ করলে সুবাস ছড়ায়, শিশুদেরকে যতœ করলে বিকশিত হবে। এলাকার কমলমতি শিশুদের জন্য বিকেল করে বিশেষ ভাবে পাঠদানের ঘোাষনা দেন। এসময় উপস্থিত ছিলে চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, ঘোড়াঘাট থানার (ওসি) মোঃ নাজমুল হক,৩নং সিংড়া ইউপির চেয়াম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু,সাবেক ইউপি সদস্য সরলা হেমরন।