শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় আলু পিয়াজ তেল ডাল ও ডিমের দামে লাফা লাফি

ভোলায় আলু পিয়াজ তেল ডাল ও ডিমের দামে লাফা লাফি

১০৫ Views

ভোলা প্রতিনিধিঃ নিত্যপণ্যের বাজারে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে ভোজ্যতেল, ডাল, আলু ও পেঁয়াজের। এ ছাড়া মুরগি, আটা ও মসলাপাতির দাম অপরিবর্তিত রয়েছে। সবজির দাম কিছুটা কমতির দিকে থাকলেও চালের দাম বেড়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ভোলার বাজার ঘুরে দেখা ও ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, নিত্যপণ্যের বাজারে ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে-ভোজ্যতেল, ডাল, আলু ও পেঁয়াজের দাম । প্রতি কেজি ব্রয়লার মুরগি-২০০, সোনালি ৩২০ এবং দেশী-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দাম কমে প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। মাছের দাম সোনার চেয়ে দামী।
এ ছাড়া দাম বেড়ে প্রতিলিটার পামওয়েল ১৬৫, সোয়াবিন-১৭০, প্রতিকেজি আলু-৬০ ও পিয়াজ-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মশারী ডাল মোটা- ১১০, চিকন-১৩০, জিরা-১০০০, আদা-২৫০, রসুন-২৬০ টাকা বিক্রি চলছে। চাল ৫০ কেজির বস্তা প্রকার ভেদে বেড়েছে-৭০-১৫০ টাকা।
ব্যবসায়ীরা জানান, বন্যাসহ নানা কারণে নিত্যপন্যের বাজার প্রতিদিন লাফা লাফি করে বাড়ছে। খুচড়া বিক্রেতারা জানান, আমাদের যেমন কেনা তেমন বেচা, আমাদের লাভ কেজি প্রতি-১ থেকে ৫ টাকা। ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের কর্মকর্তা (এডি) মাহামুদুল হাসান এখনও ঘুম থেকে জেগে উঠেননি।

Share This