মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ক্যাবের বিশ^ ভোক্তা অধিকার দিবস পালন ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জে ক্যাবের বিশ^ ভোক্তা অধিকার দিবস পালন ও ইফতার মাহফিল

৩৬ Views

সিরাজগঞ্জ প্রতিনিধি  ; বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বাহিরগোলা আন্না ফজলুর চ্যারিটেবিল হসপিটালের হলরুমে ক্যাব জেলার সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ভিক্টরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম,সমতার নিবার্হী পরিচালক আব্দুল বাতেন, ইডিপির নিবার্হী পরিচালক আবু জাফর খান, সাংবাদিক এ.এইচ মুন্না, ব্যাংকার এসএম কামরুজ্জামান প্রমূখ। এসময় বক্তারা বলেন,ক্যাবের তৎপরতার কারনে দ্রব্যমূল বৃদ্ধি না পাওয়ার কারনসহ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। আগামীতে দ্রব্যমূল সহনশীল ও যৌত্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ক্যাবের বাজার মনিটরিংসহ কার্যক্রম জোরদার করা হবে। আলোচনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Share This

COMMENTS