সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ফারিয়া’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ফারিয়া’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৯৯ Views

বিশেষ প্রতিবেদকঃ  দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন রিপ্রেজেনটেটিভ (ফারিয়া)ফুলবাড়ী মডেল শাখার উদ্যোগে বাৎসরিক দোয়া-ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই মার্চ(শুক্রবার)বিকেলে সাদিয়া হেলথ সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃএস কে সাদেক আলী সাদেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কার্ডিওলজিস্ট ডাঃ নূর মোহাম্মদ, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক নিউরো কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডাঃআলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ফারিয়া দিনাজপুর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা সুমন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারিয়া ফুলবাড়ী মডেল শাখার সভাপতি জাকিরুল ইসলাম।
এ সময় অতিথিবৃন্দ বলেন, ফুলবাড়ীতে সুশৃংখলভাবে জনগণের কল্যাণে প্রয়োজনীয় ঔষধ পৌছে দিতে ফারিয়া’র সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ফারিয়া’র সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This