মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">হিজড়াদের থেকে একজন বললো ” ওসব বললে হবে না বাবু। আমাদের টাকা চাই তো চাই “।</span> <span class="entry-subtitle">ওদেরকে ঘৃণা করবেন না হিজড়ারাও মানুষ।। মুসা</span>

হিজড়াদের থেকে একজন বললো ” ওসব বললে হবে না বাবু। আমাদের টাকা চাই তো চাই “। ওদেরকে ঘৃণা করবেন না হিজড়ারাও মানুষ।। মুসা

৪০ Views

স্টাফ রিপোর্টার বগুড়া।। 

মেয়ের বিয়ে, বাবা পুরো টাকা জোগার করতে পারেনি।এমন সময় বিয়ে বাড়িতে হিজড়া দলের আগমন। মেয়ের বাবা আকুতির স্বরে বললো “বোনেরা, আমার সামর্থ্য নাই গো”

হিজড়াদের থেকে একজন বললো ” ওসব বললে হবে না বাবু। আমাদের টাকা চাই তো চাই “।

মেয়ের বাবা বললো “মেয়ের বিয়ের পুরো টাকাই তো জোগার করতে পারিনি !! ২ লক্ষ টাকা কম পরছে গো।কোন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রা সাহায্য করেনি। তোমরা একটু দয়া করো। রান্নার আয়োজন আছে, সর্বোচ্চ খাওয়াতে পারি। বসো, খাও তোমরা “

হিজড়ারা একসঙ্গে বলে উঠলো ” দাওয়াত তো দাও নাই, বিনা নিমন্ত্রণে কেন খাবো?”

” আচ্ছা এখন দিলাম। কাল তোমাদের সবার নিমন্ত্রণ রইলো। আমার মেয়ের বিয়েতে, খেয়ে যেও সকলে তোমরা “।

পরের দিন হিজড়ারা দল বেঁধে হাজির। ওদের দেখে বিয়ে বাড়ির লোকজনরা বললোঃ “এদের আবার কে খেতে ডাকলো! সমাজ কোথায় গিয়ে ঠেকলো! ছি ছিঃ! “

খাওয়া শেষে হিজড়া দলের একজন মেয়ের বাবাকে আড়ালে ডেকে একটি পেপারে মোড়া ব্যাগ দিয়ে চলে গেলো। বলে গেল “এখন না পরে খুলবেন”। রাতে মেয়ের বাবা ব্যাগ খুললো। ব্যাগে ১লক্ষ ৮০হাজার ৬৯০ টাকা!

সাথে একটা চিরকুটে লেখা “এই প্রথমবার আমরা কোনো বিয়েতে নিমন্ত্রণ পেলাম। কেউ তো শুভ অনুষ্ঠানে আমাদের ডাকে না। এই টাকাটা আমরা সকলে মিলে জোগার করেছি, শুধু আপনারই জন্য !! নতুন মেয়ে-জামাই এর জন্য আমাদের পক্ষ থেকে এই উপহার রইলো। ভালো থাকবেন “।🥀💝

কখনো কখনো যাদেরকে আমরা ঘৃণা করি তারা অসময়ে আমাদের সাথে থেকে যায়…🌼🌿

(ভালো লাগলে একটি like, share ও comment করে দেবেন।) ধন্যবাদ।🙏

Collected From Rajdip Ghoshal

সংগৃহীত

Share This