মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">নওগাঁ শহরে বেড়েছে চুরি ও ছিনতাই</span> <span class="entry-subtitle">জনমনে বিরাজ করছে আতংক</span>

নওগাঁ শহরে বেড়েছে চুরি ও ছিনতাই জনমনে বিরাজ করছে আতংক

১০৬ Views

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মাঝে মধ্যে দুয়েকজন ছিচকে ছিনতাইকারী আটক হলেও মূলহোতার থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। জনমনে বিরাজ করছে আতংক। মোবাইল ছিনতাই যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও।

সন্ধ্যারাতে, দিন-দুপুরে বাসা-বাড়ীর দরজা ভেঙ্গে ঘটছে চুরির ঘটনা। কেউ কেউ আইনের আশ্রয় নিলেও অধিকাংশই জিডি পর্যন্তও করছেন না। একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতার পটপরিবর্তনের সাথে বদলে গেছে শহরের অপরাধীরা। কতিপয় দাগী অপরাধীদের ছত্রছায়ায় শহরজুড়ে চুরি-ছিনতাই দিন দিন বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত (২৩ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ শহরের খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের তালা ভেঙ্গে অফিস রুম থেকে ৩ টি ফ্যান, ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন আসবাবপত্র, ২টি আলমারি ভেঙ্গে মূল্যবান যায়জিনিস চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে সদয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

একই দিনে শহরের আরজি নওগাঁ মধ্য পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহম্মেদ এর বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘটানর বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী সাংবাদিক শাকিল আহমেদ বলেন, সোমবার সকাল ১০:৩০ ঘটিকার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। আমাদের প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

একই দিনে শহরের সরিষাহাটির মোড়ে “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে এক মহিলার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ২ ছিনতাইকারী এ বিষয়ে সোস্যাল মিডিয়ার নওগাঁর বিভিন্ন ফেসবুক গ্রুপে সচেতনাতামূলক পোস্ট করেছেন অনেকেই।

খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, কিছুদিন পূর্বে আমার অফিসের দুই গেটের তালা ভেঙ্গে ল্যাপটপ, কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয় উক্ত ঘটনায় আমি নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করি কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত প্রশাসন এ বিষয়ে কিছু করতে পারেনি। আমারা এখন সব সময় আতংকের মধ্যে সময় পার করছি কখন আবার চুরি ছিনতাইয়ের শিকার হয়ে পড়ি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনকে আরো বেশি তৎপরতা বাড়ানো ও রাতে পুলিশের পেট্রোল ডিউটি বাড়ানো প্রয়োজন। সচেতন মহলের দাবী শীঘ্রই চুরি ছিনতাই বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহন করবে প্রশাসন।

একই দিনে নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধিরাসহ সাধারণ শিক্ষার্থীরা নওগাঁ শহরের মুক্তির মোড়ে ধর্ষণের বিচার না হওয়া, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়া,আইনশৃংখলার অবনতি বিষয়ে মানববন্ধন করেছে। এ সময় ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ধর্ষন, ডাকাতি, চুরি-ছিনতাই, আইনশৃংখলার অবনতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন ও পুলিশ সোচ্চার ভূমিকা না রাখে, এসব নির্মূলে কাজ না করে তাহলে নওগাঁতে আরো কঠোর অবস্থানে যাবে নওগাঁর সাধারণ ছাত্র জনতা।

এ ব্যাপারে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, এরকম দু একটা চুরির ঘটনা আগেও ঘটেছে এগুলো নতুন না, নওগাঁর আইনশৃংখলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। যারা খারাপ প্রকৃতির বা অপরাধী তাদেরকে প্রতিনিয়িত গ্রেফতারও করা হচ্ছে। আজ মঙ্গলবার  রাত থেকে সেনাবাহহিনীসহ নওগাঁর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক তবে বিচ্ছিন্ন যে দু একটা ঘটনা ঘটেছে আমরা গুরুত্ব দিয়ে এটার সাথে যে বা যারা জড়িত, আমরা চেষ্টা করছি তাদের শনাক্ত করে গ্রেফতার করার। নওগাঁর আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This